বান্দরবান সদর উপজেলা ও লামা উপজেলার অভ্যন্তরীণ সড়কের আমতলী এলাকায় নির্মাণাধীন সেতুর বিকল্প সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বুধবার রাতে ভারী বৃষ্টির হওয়ার ফলে বিকল্প সংযোগ সড়ক ভেঙে যায়। বৃহস্পতিবার সকাল থেকে ওই সড়ক দিয়ে যোগাযোগ বিছিন্ন রয়েছে। সেই সঙ্গে সড়কের দুই পাশে ছোট বড় সব ধরনের যানবাহন আটকে আছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
বান্দরবানের এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরী বলেন, সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে বিকল্প সড়কটি খুব দ্রত সংস্কার করা হবে।
আমার বার্তা/২০ জুন ২০১৯/জহির