সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় শতভাগ দখল করেছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, মঙ্গলবার শেয়ার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ বা ৩ টাকা ১০ পয়সা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ৩৪ টাকা ১০ পয়সায়। গত কার্যদিবস সোমবার শেষে কোম্পানিটির শেয়ার দর ছিলো ৩১ টাকা।
মঙ্গলবার কোম্পানিটি ১০৯ বারে ২ লাখ ৫৪ হাজার ১২৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮৬ লাখ টাকা।
তালিকার কোম্পানিগুলোর মধ্যে ২য় স্থানে থাকা গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড এর ১০ শতাংশ, তালিকার ৩য় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ১০ শতাংশ, চতুর্থ স্থানে থাকা প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ৯ দশমিক ৯৮ শতাংশ, পঞ্চম স্থানে থাকা ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড এর ৯ দশমিক ৯৭ শতাংশ, ষষ্ঠ থাকা ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড এর ৯ দশমিক ৯৭ শতাংশ, সপ্তম স্থানে থাকা ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড এর ৯ দশমিক ৯৫ শতাংশ, অষ্টম স্থানে থাকা এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেড এর ৯ দশমিক ৯৫ শতাংশ, নবম স্থানে থাকা পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড এর ৯ দশমিক ৯৫ শতাংশ এবং দশম স্থানে থাকা রিলায়েন্স ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর শেয়ার দর ৯ দশমিক ৯৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।