‘বীরাঙ্গনা ৭১’ একটি মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের সিনেমা। মির্জা সাখাওয়াৎ হোসেনের পরিচালনায় নির্মিত এই সিনেমায় চিত্রনায়িকা শিরীন শিলাকে একজন বীরাঙ্গনার চরিত্রে দেখতে পাবেন দর্শক। কিছুদিন আগে দোহারে শাহেদ শরীফ খান ও শিরীন শিলার গানের দৃশ্যায়নের মধ্যদিয়ে এই সিনেমার শুটিং শেষ হয়েছে। গত মঙ্গলবার এই সিনেমার ডাবিংয়ে অংশ নেন শিলীন শিলা।
শিরীন শিলার ভাষ্যমতে, তার অভিনয় জীবনের অন্যতম একটি সিনেমা হতে যাচ্ছে ‘বীরাঙ্গনা ৭১’। এই সিনেমাতে শিরীন শিলা ফজলুর রহমান বাবুর মেয়ের চরিত্রে অভিনয় করেছেন।
সিনেমাটিতে অভিনয় করা প্রসঙ্গে শাহেদ বলেন, ‘এর আগেও এম সাখাওয়াৎ হোসেন ভাইয়ের পরিচালনায় অভিনয় করেছি। বীরাঙ্গনা ৭১ সিনেমাটি তিনি ভীষণ যতœ নিয়ে নির্মাণ করেছেন। নিঃসন্দেহে শিলা একজন ভালো অভিনেত্রী, বেশ ভালো করেছে তার চরিত্রটি। আমি আশাবাদী আমাদের দুজনের অভিনয়ের রসায়ন নিয়ে, দর্শকের ভালোলাগবে।’
শিরীন শিলা বলেন, ‘ডাবিং করার সময় অনেকটাই বুঝা যায় কেমন অভিনয় করেছি। আমার অভিনয় নিয়ে আমি পুরোপুরি তৃপ্ত নই, আরো ভালো করা যেতো। তারপরও বীরাঙ্গনার চরিত্রে যতোটুকু অভিনয় করেছি তা আমার অভিনয় জীবনের অনেক বড় প্রাপ্তি। সবকিছু মিলিয়ে সিনেমাটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। এখন অধীর আগ্রহে অপেক্ষা করছি সিনেমাটি কবে মুক্তি পাবে।’