নাদিয়া আহমেদ জনপ্রিয় নাট্যাভিনেত্রী। টিভি নাটকের অন্যতম ব্যস্ততম অভিনেত্রী তিনি। খÐ নাটক, ধারাবাহিক নাটক নিয়ে বছরজুড়েই ভীষণ ব্যস্ত সময় কাটান তিনি। যথারীতি এবারের ঈদেও তাকে ব্যস্ত সময় কাটাতে হয়েছে।
অভিনয়ের পাশাপাশি নাচের অনুষ্ঠানেও তাকে অংশগ্রহণ করতে হয়। কারণ নাচেও ভীষণ পারদর্শী তিনি। তবে এবারের ঈদ তার কাছে একটু আলাদা। কারণ এবারের ঈদের ‘আনন্দ মেলা’ উপস্থাপনা করেছেন তিনি। আগামী ঈদে বিটিভিতে প্রচার হবে।
এদিকে সাব্বির জামান শ্রোতাদের পছন্দের একজন শিল্পী। কিছুদিন আগেই তিনি লÐনে টানা কয়েকটি শো শেষ করে দেশে ফিরেছেন। দেশে ফিরেই আবার তার পেশাগত কাজেই ব্যস্ত হয়ে উঠেছেন। যথারীতি ঈদের কাজও করছেন তিনি।
এরইমধ্যে নাদিয়াও ‘আনন্দ মেলা’র শুটিংয়ে অংশ নিয়েছেন। সাব্বির জামানও বিটিভির ঈদের অনুষ্ঠানে গান গেয়েছেন। বিটিভির আঙ্গিনাতেই দেখা হয় দু’জনের। দু’জনেই হঠাৎ একই ফ্রেমে বন্দী হন।