৮ দফা দাবি আদায়ে আন্দোলনরত পল্লী সঞ্চয় ব্যাংকের এক কর্মী মারা গেছেন। রাত ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে রাশমনো হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাশ মনো হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই মারা গেছেন দীন বন্ধু। রাজবাড়ীর বালিয়াকান্দি ইসলামপুর ইউনিয়নের নরেন্দ্রনাথ দাসের পুত্র দীন বন্ধু। আন্দোলনকারীরা জানান, ১২ দিন ধরে তাদের সঙ্গে আন্দোলন করে আসছিলেন দীন বন্ধু।
তাদের অভিযোগ, পল্লী সঞ্চয় ব্যাংকের উর্ধ্বতন কর্তাদের হুমকির কারণেই মানসিক-শারীরিকভাবে দুর্বল হয়ে মারা যান তিনি। আন্দোলনকারীদের মুখপাত্রের অভিযোগ করেন, তাদের মোবাইল ফোনে হুমকিসহ বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে।
চাকরি স্থায়ীকরণ, পদোন্নতি ও সরাসরি নিয়োগ বন্ধসহ ৮ দফা দাবিতে ৫ জুলাই থেকে আন্দোলন করে আসেছ পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ।
আমার বার্তা/১৬ জুলাই ২০১৯/জহির