সংবিধান ও গণতন্ত্রের ভারসাম্য রাখাই বড় চ্যালেঞ্জ: প্রধান বিচারপতি

প্রকাশ : ০৫ মে ২০২৫, ১৫:২৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ন্যায়বিচার নিশ্চিত করতে সংবিধান ও গণতন্ত্রের মধ্যে সুষম ভারসাম্য বজায় রাখা। যা অ্যারিস্টটলের ‘আইনের শাসন, ব্যক্তির শাসন নয়’- এই আদর্শ দ্বারা পরিচালিত হবে।

রোববার (৪ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদ ও একে খান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ন্যায়বিচারের ভবিষ্যৎ পুনঃকল্পনা’ শীর্ষক আইন বক্তৃতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

চবির একে খান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম জাফর উল্লাহ তালুকদার।

অনুষ্ঠানে চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সংবিধান কাঠামোকে আরও শক্তিশালী করে সংস্কারের চেতনা জাগ্রত করবে। আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রকিবা নবি বলেন, সময়োপযোগী ও চিন্তনউদ্দীপক থিম আমাদের ন্যায়বিচার নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। এ সময় তিনি একে খান ফাউন্ডেশনকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চবির উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, একে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সচিব সালাহউদ্দিন কাসেম খান এবং ট্রাস্টি এ এম জিয়াউদ্দিন খান।


আমার বার্তা/এমই