জুলাই ঘোষণাপত্রে আ.লীগকে নিষিদ্ধের বিষয়টি উল্লেখ থাকতে হবে
প্রকাশ : ১৩ মে ২০২৫, ১৭:৪২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে জুলাই ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি থাকতে হবে বলে মন্তব্য করেছেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর্যালোচনা, নির্বাচন কমিশনে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতসহ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে জুলাই ঐক্য।
এ সময় মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগ ফ্যাসিবাদী কায়দায় কীভাবে হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছে এবং এতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যাতে ন্যায় বিচার পায় তার একটি রূপরেখা দিতে হবে। শাপলা গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড এবং ২৪ এর জুলাই এবং আগস্টে যে গণহত্যা হয়েছে তার জন্য আওয়ামী লীগের বিচার কোন প্রক্রিয়ায় হবে তার রূপরেখা আমাদের দেখাতে হবে।
তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি, সরকার আমাদের দাবিগুলো রাখছে না, বরং বিদেশি অ্যাজেন্ডা বাস্তবায়নে ব্যতিব্যস্ত হয়ে পড়ছে। সে ক্ষেত্রে আমরা প্রয়োজনে রাজপথে নেমে আসতে বাধ্য হবো এবং যেভাবে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের গেজেট দিতে সরকারকে বাধ্য করেছি, প্রয়োজন সাপেক্ষে আমাদের দাবি আদায় আবারও বাধ্য করা হবে।
আমার বার্তা/এমই