ইবিতে ‘ত্রুটিপূর্ণ’ চারটি ভাড়া বাসের উদ্বোধন, চলতো ঢাকার রুটে

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৮ | অনলাইন সংস্করণ

  ইবি সংবাদদাতা:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহণ পুলে যুক্ত হয়েছে চারটি ভাড়াকৃত ডাবল ডেকার বাস। যেগুলো পাবনা বাস ডিপো থেকে ভাড়া করা হয়েছে। তবে এই বাসগুলো ঢাকার বিভিন্ন রুটে চলেছিল বলে জানা গেছে। যার ফলে দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে বাসগুলোতে ত্রুটি রয়েছে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা সমালোচনা চলছে।

রোববার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় এসব বাস উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মনজুরুল হক, পরিবহণ প্রশাসন অধ্যাপক ড. আব্দুর রউফ, পাবনা বাস ডিপোর ডেপুটি জেনারের ম্যানেজার (ডিজিএম) মনিরুজ্জামান বাবু সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে সবাই বাসে চড়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে, পরিবহণ পুলে মোট বাস রয়েছে ৫৬টি। নতুন ডাবল ডেকার চারটি ভাড়া বাস যুক্ত হয়ে এই সংখ্যা দাঁড়ালো ৬০টি। তার মধ্যে শিক্ষক-কর্মকর্তাদের ৮টি এসি বাসসহ নিজস্ব বাস ২৪টি এবং ভাড়াকৃত ৩৬টি। এর মধ্যে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ৬টি বাস। বাকি নিজস্ব বাসগুলো কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ রয়েছে। এদিকে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নিজস্ব ডাবল ডেকার বাস আছে একটি এবং সর্বশেষ সংযোজনসহ ভাড়াকৃত ডাবল ডেকারের সংখ্যা ১৩টি। বাকিসবই ভাড়া বাসে যাতায়াত করেন শিক্ষার্থীরা।

জানা গেছে, উদ্বোধন হওয়া বাসগুলোর বডির যেখানে সেখানে ভাঙ্গা, সামনের গ্লাস ও একাধিক জানালায় জোড়া-তালি দেওয়া, দরজায় হাতল নেই, হুইপার নেই। তাছাড়াও বাসগুলোতে ছোটবড় অনেক ত্রুটি রয়েছে। চালকরা জানিয়েছে, বাসগুলো ঢাকায় চলাচল করার কারণে এমন দশা হয়েছে। তবে ইঞ্জিন ঠিক আছে।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক-কর্মকর্তা বলেন, আগে কখনো এত ঢোল পিটিয়ে ভাড়া বাস উদ্বোধন হতে দেখিনি। আমরা ভেবেছিলাম নতুন বাস, পরে শুনলাম ভাড়া করা পুরোনো বাস উদ্বোধন করেছে।

পাবনা ডিপোর ডিজিএম মনিরুজ্জামান বাবু বলেন, বাসগুলো কোনো সমস্যা হলে ঠিক করার জন্য দুজন লোক সবসময় থাকবে। আপাতত নতুন বাস আসা বন্ধ আছে। নতুন এলে আমরা এগুলো পরিবর্তন করে দিব। আর ত্রুটিপূর্ণ অংশগুলো আমরা দ্রুতই মেরামত করে দিব।

পরিবহণ প্রশাসন অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, আমি নিজেও দেখার পরে কিছুটা অবাক হয়েছিলাম। পাবনা ডিপোর ডিজিএম বললো, ২০১৯ সালের পর বিআরটিসিতে নতুন দ্বিতল বাস আসেনি। এ কারণে ১৯ সালের মডেল থেকেই আমাদের ৪টি বাস দিয়েছে। এগুলো তাৎক্ষণিক ৭দিনের মধ্যে যতটুকু রিয়েপার করা সম্ভব ছিল সেটা করে আমাদের দিয়েছে। তিনি মৌখিকভাবে প্রতিশ্রুতি দিয়েছে এক মাসের মধ্যে যতদূর সম্ভব রিপেয়ার করে দেবে। বিআরটিসির পুলে নতুন বাস যুক্ত হলে ক্রমান্বয়ে পরিবর্তন করে দেবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে লোকেশনগত সমস্যার কারণে যানবাহনের উপর নির্ভর করতে হয়। আজকের এই চারটি দ্বিতল বাস শিক্ষার্থীদের জন্য নিবেদিত। বিশ্ববিদ্যালয়ে পূর্ণমাত্রায় আবাসন ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত আমরা উত্তরোত্তর যানবাহন ব্যবস্থা উন্নত করে যাবো।


আমার বার্তা/আজাহারুল ইসলাম/এমই