ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে রাবি উপাচার্যের প্রতিক্রিয়া

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য সালেহ হাসান নকীব। 

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ প্রতিক্রিয়া জানান।

ডাকসু’র নাম স্পষ্টভাবে উল্লেখ না করলেও সালেহ হাসান নকীব লিখেছেন, একটা দায়িত্বে আছি, সব কথা বলতে পারি না। তবে সব দেখছি এবং শিখছি। যারা জয়ী তাদের আল্লাহপাক হঠকারিতা এবং অহংকার থেকে মুক্ত থাকার তৌফিক দিন। যারা পারেনি, তারা অনর্থক গলাবাজি না করে, অন্তত জীবনে প্রথমবারের মতো হলেও আত্মবিশ্লেষণে বসুন।


আমার বার্তা/জেএইচ