চাকসু নির্বাচন : ৩৩ দফা ইশতেহার ঘোষণা দিল ছাত্রশিবির

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১৬:২৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে ৯টি মূল পয়েন্টকে কেন্দ্র করে ৩৩ দফা ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’। 

বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় প্যানেলটি।

প্যানেলের ফোকাস পয়েন্টগুলো হলো–আবাসন, যাতায়াত, স্বাস্থ্যসম্মত খাবার, নিরাপদ ও গ্রিন ক্যাম্পাস, সেশনজট, অটোমেশন, নারীবান্ধব ক্যাম্পাস, ওয়েলফেয়ার কার্যক্রম এবং শিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার।

সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন প্যানেলটির সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী মো. ইব্রাহীম হোসেন রনি।
ইশতেহারে উল্লেখযোগ্য দফাগুলোর মধ্যে রয়েছে–আবাসন সংকট নিরসন ও উন্নয়ন, শাটল সংখ্যা বৃদ্ধি ও আধুনিকায়ন, নিরাপদ বাস সার্ভিস পদ্ধতি চালু করা, সেশনজট নিরসন করা, সুলভ মূল্যে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করা, মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ, মাতৃত্বকালীন ছুটি ও নারীবান্ধব কমনরুম, যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধ, গবেষণা উৎসাহ ও বরাদ্দ বৃদ্ধি, শিক্ষার্থীবান্ধব লাইব্রেরি করা, উচ্চশিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট, প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষাবৃত্তি অ্যালামনাইদের সঙ্গে সমন্বয় করা, অন-ক্যাম্পাস জব।

ভিপি পদপ্রার্থী ইব্রাহীম হোসেন রনি বলেন, ‘আমাদের প্যানেল গঠনের ক্ষেত্রে শিবিরের বাইরে থেকেও সদস্য নেওয়া হয়েছে। এতে সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরাও আছেন। তারা সুযোগ পেলে ভালো কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি।
 

শিক্ষার্থীদের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়েই আমাদের ইশতেহার তৈরি করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয় হলেও উন্নয়নের ক্ষেত্রে আমরা এখনো পিছিয়ে আছি। আমরা নির্বাচিত হলে এদিকে নজর দেব।’

ছাত্রশিবির আধিপত্য বিস্তারে বিশ্বাস করে না উল্লেখ করে রনি বলেন, ‘জুলাই-আগস্টের পর থেকে ছাত্রশিবির কোনো আধিপত্য বিস্তার করেনি। বরং চাকসু নির্বাচনের জন্য যারা আন্দোলন করেছে আমরা তাদের সঙ্গেই ছিলাম।’

এ সময় জিএস পদপ্রার্থী সাঈদ বিন হাবিব, এজিএস পদপ্রার্থী সাজ্জাদ হোছন মুন্না, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ শাওন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী শাহপরান মারুফ, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী হারেজুল ইসলাম, সহ-সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী জিহাদ হোসাইন, দপ্তর সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লাহ আল নোমান, সহ-দপ্তর সম্পাদক পদপ্রার্থী জান্নাতুল আদন নুসরাত, সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক পদপ্রার্থী তাহসিনা রহমান, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক পদপ্রার্থী তাওহিদ রাব্বি, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়কসম্পাদক পদপ্রার্থী মোনায়েম শরীফসহ প্যানেলের অন্যান্যরাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ১৫ অক্টোবর সপ্তমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে প্রার্থী রয়েছেন ৯০৮ জন।
এর মধ্যে চাকসুর ২৬টি পদের বিপরীতে ৪১৫ জন, হল সংসদে ৪৭৩ জন এবং হোস্টেল সংসদে ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে ভোটার রয়েছেন ২৭ হাজার ৫২১ জন। এর মধ্যে ছাত্র ১৬ হাজার ৮৪ জন ও ছাত্রী ১১ হাজার ৩২৯ জন।

আমার বার্তা/এল/এমই