ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫’ উদ্‌যাপন

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১১:২০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫’ উদ্‌যাপন উপলক্ষে মানসিক স্বাস্থ্য সেবার সহজলভ্যতার ওপর এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (বুধবার) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির (বিসিপিএস) উদ্যোগে নাসিরুল্লাহ ফাউন্ডেশন কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, স্বাস্থ্য খাতে ক্লিনিক্যাল সাইকোলজির গুরুত্ব অপরিসীম। দক্ষ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট গড়ে তুলতে হাসপাতালগুলোতে ক্লিনিক্যাল প্লেসমেন্টের বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের অনেক করণীয় আছে।

যারা ডাক্তার হবেন তাদেরও ক্লিনিক্যাল সাইকোলজির বিষয়গুলো বুঝে আরও মানবিক ডাক্তার হওয়ার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।  এ সময় সম্প্রতি ঘটে যাওয়া রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক ট্রাজেডির পরে শিশুদের ট্রমা থেকে বের করে আনতে এবং শিক্ষার পরিবেশ স্বাভাবিক করতে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ভূমিকার প্রশংসা করেন।

বিশেষ অতিথির বক্তৃতায় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক বলেন, বর্তমানে অনেক ধরনের ট্রমা তৈরি হচ্ছে বিভিন্ন দুর্যোগের কারণে কিন্তু যথাযথ সচেতনতা না থাকায় মানুষ বুঝতে পারে না তার মানসিক স্বাস্থ্য সেবা নেওয়া প্রয়োজন। একজন ব্যক্তি মানসিক সমস্যায় পড়লে সে প্রথমে নিজে থেকে চেষ্টা করে, না পারলে তাকে অবশ্যই মানসিক স্বাস্থ্য পেশাজীবীর শরণাপন্ন হওয়া উচিত।

মূল প্রবন্ধ উপস্থাপনায় বিভাগীয় চেয়ারম্যান ড. মো. শাহানূর হোসেন ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন হাসপাতালে ক্লিনিক্যাল প্লেসমেন্টের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সেমিনারে সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের অপ্রতুলতা আমাদের দুর্যোগকালীন সময়ে সমস্যা তৈরি করতে পারে। তাই আরও বেশি সংখ্যক ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তৈরি করা দরকার। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল প্রকার সহযোগিতা করবে।

আমার বার্তা/এল/এমই