'ট্টাব- বিজনেস অ্যান্ড সিএসআর' অ্যাওয়ার্ডে ভূষিত হলেন বোট ক্লাব প্রেসিডেন্ট নাছির ইউ মাহমুদ
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ১৩:৫৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আয়োজিত নতুনধরা গ্রুপ ট্রাব বিজনেস, কালচারাল অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড ২০২৪ -এ 'মোস্ট সাকসেসফুল এন্টারপ্রেণার অব দ্য ইয়ার' পেলেন দেশখ্যাত উদ্যোক্তা ব্যক্তিত্ব, ঢাকা বোট ক্লাব প্রেসিডেন্ট , উত্তরা ক্লাবের তিন টার্মের সাবেক সফল প্রেসিডেন্ট, কুঞ্জ গ্রুপের চেয়ারম্যান নাছির ইউ মাহমুদ। আবাসন ও নির্মাণ খাতে পরিবেশ বান্ধব আবাসন নির্মাণের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অসামান্য অবদান রাখায় এ পুরস্কার পেয়েছেন তিনি।
সম্প্রতি হোটেল ইন্টারকন্টিনেন্টাল’র ক্রিস্টাল বলরুমে ‘বর্তমান অর্থনীতির চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা, নতুনধরা গ্রুপ-ট্রাব বিজনেস, কালচারাল অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, অর্থনীতিবিদ, আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, বিটিএমএ’র সভাপতি, আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল, নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান। টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব), সভাপতি, দৈনিক গণকণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক সালাম মাহমুদ সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আনন্দ গ্রুপের চেয়ারম্যান, ড. আব্দুল্লাহেল বারী।
ট্রাব বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড ২০২৪- এ 'মোস্ট সাকসেসফুল এন্টারপ্রেণার অব দ্য ইয়ার' স্বীকৃতি দেওয়ায় টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ( ট্রাব) কে ধন্যবাদ জানান বোট ক্লাবের প্রেসিডেন্ট নাছির ইউ মাহমুদ।
তিনি বলেন, পুরস্কার পাওয়া সব সময়ই আনন্দের। ট্রাব বিজনেস অ্যাওয়ার্ডস দেশের ব্যবসায়িক খাতের অন্যতম শীর্ষ পুরস্কার। এ পুরস্কার পাওয়াতে আমি অত্যন্ত সন্মানিত হয়েছি।
তরুঙ প্রজন্মের জন্য নাছির ইউ মাহমুদ বলেন, সফল হতে গেলে পরিশ্রমের বিকল্প নেই। প্রতিটি কাজে চ্যালেঞ্জ থাকবে। নানা বাধা আসবে।কিন্ত এজন্য দমে গেলে চলবে না। অভিষ্ট লক্ষ্য অর্জনে সব সময় লেগে থাকতে হবে।দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে হবে।তাহলেই সফলতা আসবে।
উল্লেখ্য , দেশের বিভিন্ন ব্যবসাখাতের স্বনামধন্য প্রতিষ্ঠানের নেতৃত্বদানকারী কর্পোরেট ব্যক্তিত্বদের অবদান এবং উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি দিয়ে আসছে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ( ট্রাব)। দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বোর্ড নিবিড়ভাবে মনোনয়নগুলো পর্যালোচনা করেন। এবছর নতুনধরা গ্রুপ-ট্রাব বিজনেস, কালচারাল অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড-২০২৪- এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বরেণ্য সাংবাদিক শফিক রেহমান, এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ। অন্যান্য ক্যাটাগরিতে পুরষ্কার পেয়েছেন- নতুনধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর বেস্ট এন্টারপ্রেণার অব দ্য ইয়ার (রিয়েল এস্টেট)- ড. মো.সাদী-উজ-জামান। মোস্ট সাকসেসফুল এন্টারপ্রেণার অব দ্য ইয়ার- মো. জাকির হোসেন, ম্যানেজিং ডিরেক্টর, বাংলাকারস। বেস্ট এন্টারপ্রেনার অব দ্য ইয়ার (জাহাজ নির্মাণ শিল্প)- ড. আব্দুল্লাহেল বারী, চেয়ারম্যান, আনন্দ গ্রুপ। বেস্ট এন্টারপ্রেনার অব দ্য ইয়ার (ট্যুরিজম) লায়ন নজরুল ইসলাম চৌধুরী, প্রেসিডেন্ট, বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড, বেস্ট এন্টারপ্রেনার অব দ্য ইয়ার (স্যানিটারি ওয়্যার শিল্প) মো. ওমর ফারুক, চেয়ারম্যান, শরীফ মেটাল লিমিটেড, বেস্ট ওমেন এন্টারপ্রেনার অব দ্য ইয়ার কনা রেজা ফাউন্ডার এন্ড সিইও পান-সুপারি, চলচ্চিত্রে পুরষ্কার পেয়েছেন ওস্তাদ জাহাঙ্গীর আলম, রোজিনা।
সংগীতে পুরষ্কার পেয়েছেন ফেরদৌস আরা, ফেরদৌস ওয়াহিদ, ফাহমিদা নবী, রিজিয়া পারভীন, মেহরীন। বিশেষ ক্যাটাগরিতে পুরষ্কার পেয়েছেন- প্রফেসর ড, হামিদা খানম, লায়ন আনোয়ারা বেগম নিপা, ব্র্যান্ড মার্কেটিংয়ে মো. তারেক উদ্দিন, জনসংযোগে কামরুল ইসলাম।