নারায়ণগঞ্জের মেঘনা নদীতে জলদস্যুদের গুলিতে ট্রলার চালক আহত

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১২:৪৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার মেঘনা নদীতে জলদস্যদের গুলিতে মোঃ মোজাম্মেল (৩৫) নামে এক ট্রলার চালক আহত হয়েছে।

মোজাম্মেল কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মৃত আরবালির ছেলে বলে জানিয়েছেন স্বজনরা।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টা নাগাদ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

আহতের সহকর্মী জসিম জানান, আমরা ট্রলারে করে বিভিন্ন পণ্য আনা নেওয়ার কাজ করি।গত রাত দুইটার দিকে মেঘনা নদী দিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার দিকে যাওয়ার সময় পিছন থেকে জলদস্যুরা গুলি ছোড়ে আমাদের দিকে। এ সময় পিঠে গুলি লেগে আহত হন ট্রলার চালক মোজাম্মেল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে জরুরী বিভাগে তার চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, গতরাতে পিঠে গুলিবিদ্ধ অবস্থায় ওই ট্রলার চালককে হাসপাতালে আনা হলে জরুরী বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।


আমার বার্তা/এম রানা/জেএইচ