রাজধানীর গুলিস্তান পার্কের পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১৬:৩১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

রাজধানীর গুলিস্তান পার্কের পুকুরে ডুবে নিরব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিরব বায়তুল মোকারম মার্কেটের একটি ঘড়ির দোকানে কাজ করতেন।
বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
নিহত নিরব ওয়ারী থানার ঠাটারি বাজার বিসিসি রোডের রমনা এলাকার মৃত এনায়েত হোসেনের ছেলে।
তাকে হাসপাতালে নিয়ে আসা হলে জানা যায়, নিরব সাঁতার জানতো না তাকে অনেকবার নিষেধ করা হয়েছিল। এরপরেও সে ওই পানিতে নামে এবং পানিতে তলিয়ে যায়।
পরে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে। পানি থেকে তোলার পরে তার নিশ্বাস ছিল কিন্তু রাস্তায় যানজট থাকার কারণে মেডিকেলে আনতে দেরি হয়ে যায়। আনার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
আমার বার্তা/এল/এমই