মিরপুরে প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুন, ৫ জনের মৃত্যু
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৬:০৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

রাজধানীর মিরপুরের রূপনগরে প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনায় ৫ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মিরপুরে প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুনে ৫ জনের মৃত্যু।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের ডিরেক্টর তাজুল ইসলাম এ তথ্য জানান। আগুনের ঘটনায় দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন। প্রাথমিকভাবে মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি।
এদিন বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। একে একে যোগ দেয় ১১টি ইউনিট।
তবে বিকেল সাড়ে ৩টায় এই প্রতিবেদন লেখার সময়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিসের ডিরেক্টর তাজুল ইসলাম জানান, গোডাউনে ৬/৭ রকমের কেমিক্যাল আছে। টঙ্গীর মতো কেমিক্যাল। এক্সাক্টলি কী রাসায়নিক আছে জানা নেই।
তিনি জানান, ডিফেন্সিভ কায়দায় নিউট্রালাইজ করার চেষ্টা চলছে।
যেকোনো সময় যেকোনো দুর্যোগ ঘটতে পারে, সেজন্য প্রস্তুত থাকার আহ্বান জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এদিকে আগুনের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন তিনজন। তারা হলেন-মো সুরুজ (৩০), মো. মামুন (৩৫) এবং সোহেল।
আমার বার্তা/এল/এমই