দশম দিনের মতো অবস্থান কর্মসূচিতে এমপিওভুক্ত শিক্ষকরা

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১১:৪০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে দশম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকদের শহীদ মিনারে জড়ো হতে দেখা গেছে।
 
এসময় শিক্ষকরা বলেন, দাবি মেনে প্রজ্ঞাপন না দেয়া পর্যন্ত শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাবেন।
 
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শিক্ষকদের শাহবাগ অভিমুখে বিক্ষোভ মিছিলের কথা রয়েছে। এদিকে, আজ শিক্ষকদের সঙ্গে সংহতি জানাবে শহীদ মিনারে আসবে এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দল।

উল্লেখ্য, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা এবং উৎসবভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ করার দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে ১২ অক্টোবর থেকে আন্দোলনে আছেন শিক্ষক-কর্মচারীরা। সেদিন সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু হলেও দুপুরে পুলিশের অনুরোধে তারা শহীদ মিনারে যান। 

পরে পুলিশের সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিপেটায় একপর্যায়ে শিক্ষকরা সরে যান। ওই ঘটনার প্রতিবাদে ১৪ অক্টোবর থেকে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি চলছে। শিক্ষক-কর্মচারীরা এরপর থেকে জাতীয় প্রেস ক্লাব ও শহীদ মিনারে অবস্থান, সচিবালয় অভিমুখে লংমার্চ ও শাহবাগ অবরোধসহ ধারাবাহিক কর্মসূচি পালন করছেন।

আমার বার্তা/এল/এমই