খিলগাঁওয়ে রেললাইন এলাকায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১১:৫৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রাজধানীর খিলগাঁওয়ে রেললাইন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আফজাল হোসেন জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিসমিল্লাহ হোটেলের সামনে রাস্তার ওপর অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং ওই এলাকায়ই থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ ঘটনায় সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে জানিয়ে এসআই আফজাল বলেন, প্রযুক্তির সহায়তায় ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আমার বার্তা/এল/এমই