বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে পুরষ্কার প্রদান অনুষ্ঠান

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১৪:৫৯ | অনলাইন সংস্করণ

  আলিমা আফরোজ লিমা:

'শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ' এ প্রতিপাদ্যে বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত হয় দেশের অন্যতম ও প্রাচীন স্বেচ্ছাসেবী শিশু-কিশোর কল্যাণ সংগঠন বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মাসব্যাপী কর্মসূচীর সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।

২৭ অক্টোবর ২০২৫ ইং সোমবার বিকাল ৪ টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমতাজ আহমেদ এনডিসি, সিনিয়র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীমা ফেরদৌস, নির্বাহী (যুগ্ম সচিব), বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও মাহবুবা আক্তার, যুগ্ম সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নার্গিস। 

এছাড়াও অনুষ্ঠানে সম্মানীত জন প্রতিনিধি, সরকারের উচ্চ পদস্থ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এল/এমই