নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, আহত এক পথচারী

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১১:১০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

রাজধানীর নিউ ইস্কাটন রোডে ওয়াক্ফ ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক পথচারী আহত হয়েছেন।

রোববার (১৬ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে বিস্ফোরণটি ঘটে। আহত ব্যক্তির নাম আবদুল বাসির (৫০), তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী। প্রতিদিনের মতো সকালে হেঁটে বাংলামোটরে অফিসের দিকে যাওয়ার সময় আকস্মিক বিস্ফোরণে তিনি আহত হন।

বিস্ফোরণে তাঁর হাত ও পায়ে আঘাত লাগে। বাসির জানান, ওয়াক্ফ ভবনের সামনে পৌঁছানোর পরই হঠাৎ বিকট শব্দে ককটেল ফেটে যায়। তাঁর ধারণা, পাশের উড়ালসড়ক থেকে ককটেলটি নিচে নিক্ষেপ করা হয়ে থাকতে পারে।

রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই ধরনের হামলা বাড়ছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত ছিল ১৩ নভেম্বর। ওই দিনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে। এরপর ৭ নভেম্বর রাত থেকেই রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ছড়িয়ে পড়ে।

আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণার দিন নির্ধারিত রয়েছে। এ নিয়ে অনলাইনে দলটির বিভিন্ন কর্মসূচির ডাক দেওয়া হচ্ছে, আর সেই সঙ্গে শহরের নানা এলাকায় সহিংস ঘটনার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।

আমার বার্তা/জেএইচ