কসোভো রাষ্ট্রদূতের জাতীয় প্রেসক্লাব পরিদর্শন
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ২২:১০ | অনলাইন সংস্করণ
রানা এস এম সোহেল:

বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা ঢাকায় জাতীয় প্রেসক্লাব পরিদর্শন করেছেন।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে রাষ্ট্রদূত লুলজিম প্লানা জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার বিশেষ আমন্ত্রণে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এটি জাতীয় প্রেসক্লাবে কসোভোর কোনো কূটনীতিক এর প্রথম বৈঠক।
উক্ত সৌজন্য সাক্ষাতে কসোভো রাষ্ট্রদূত সার্বিয়া থেকে কসোভোর স্বাধীনতা লাভের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং তার দেশের জনগণের বিশাল আত্মত্যাগের কথা তুলে ধরেন।
প্রেসক্লাব সাধারণ সম্পাদকের এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন যে, কসোভো খুব শিগগিরই আশা করছে যে তাদের ইউরোপীয় ইউনিয়নে যোগদানের সুযোগ হবে। এবং এই বিষয়ে তারা অন্য সবার চেয়ে এগিয়ে আছে।
রাষ্ট্রদূত বাংলাদেশ ও কসোভোর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন এবং ২০১৮ সালে বাংলাদেশ কর্তৃক স্বীকৃতি প্রদান ও ২০১৯ এ দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কথা উল্লেখ করেন। তিনি বলেন ৯৩.৫ শতাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে কসোভো বাংলাদেশের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক বজায় রেখে চলেছে।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক কসোভো ও বলকান অঞ্চলের বিভিন্ন দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা এই বলকান অঞ্চল থেকেই।
সবশেষে কসোভো রাষ্ট্রদূত জাতীয় প্রেসক্লাব এর লাইব্রেরি,মিডিয়া সেন্টার,লাউঞ্জ এবং মনোরম লন পরিদর্শন করেন। এসময় উপস্থিত সিনিয়র সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময় করেন।
আমার বার্তা/এমই
