উত্তরায় খালার বাসায় বেড়াতে এসে ট্রাকের ধাক্কায় শিশু নিহত
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় ট্রাকের ধাক্কায় মো. সুহান (১০) নামে এক শিশু নিহত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর খালা রুনা আক্তার বলেন, আমার ভাগিনা এবার প্রথম শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উঠবে। গ্রাম থেকে আমাদের বাসা তুরাগের নয়ানগর এলাকায় বেড়াতে আসছে আমার ভাগিনা। আজ সকালে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক আমার ভাগিনাকে ধাক্কা দেয়। এতে আমার ভাগিনা গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমার ভাগিনা বাগেরহাট জেলার সদর থানার পোলঘাট গ্রামের রণক হাসানের ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
আমার বার্তা/এমই
