দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ১২:৩২ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

বাড়ছে শীতের তীব্রতা। সকাল নয়টার দিকে জেলায় দেশের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহী ও রংপুর বিভাগে এখনও মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বিরাজ করছে। এসব জেলায় চলতি মাসের (জানুয়ারি) মধ্যভাগে আরও শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে।  বুধবার (৩ জানুয়ারি) আমার বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান।

এর আগে সকাল সাতটার দিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সকাল ছয়টার দিকে পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নির্ণীত হয়। তখন জেলার তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা বলছেন, বুধবার (৩ জানুয়ারি)  সারা দেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। দিনে কুয়াশা কমে রোদের দেখা পাওয়া গেলেও সন্ধ্যার পর শীত আরও বাড়তে পারে।

এদিকে দেশের বেশির ভাগ এলাকাজুড়ে তাপমাত্রা কমে ও কুয়াশা বেড়ে যাওয়ার পাশাপাশি ঠাণ্ডা বাতাস বইতে শুরু করেছে। এতে শীতের অনুভূতি ও কষ্ট বেড়ে গেছে। কুয়াশার কারণে সড়ক ও নৌপথে চলাচলে বিঘ্ন ঘটছে। বিমান চলাচলেও প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। এই আবহাওয়া আগামীকাল বৃহস্পতিবারও বিরাজ করতে পারে।

এদিকে দেশের বেশির ভাগ এলাকাজুড়ে তাপমাত্রা কমে ও কুয়াশা বেড়ে যাওয়ার পাশাপাশি ঠাণ্ডা বাতাস বইতে শুরু করেছে। এতে শীতের অনুভূতি ও কষ্ট বেড়ে গেছে। কুয়াশার কারণে সড়ক ও নৌপথে চলাচলে বিঘ্ন ঘটছে। বিমান চলাচলেও প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। এই আবহাওয়া আগামীকাল বৃহস্পতিবারও বিরাজ করতে পারে।


আমার বার্তা/জেএইচ