নির্বাচনী প্রচারণায় বৈষম্য দেখা যাচ্ছে : সুমন

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ১৭:২৬ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

নির্বাচনী প্রচারণায় বৈষম্য দেখছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী পুলিশ প্রটেকশন ও প্রটোকল নিয়ে প্রচারণার বিষয়টি তুলে ধরেন।

ব্যারিস্টার সুমন বলেন, ‘আমি যার সঙ্গে নির্বাচন করছি, উনাকে দেখলাম পুলিশের প্রটেকশন-প্রটোকল নিয়ে, সরকারি সব সহযোগিতা নিয়ে নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন। আমার কাছে মনে হয়েছে এটা একটা ডিসক্রিমিনেশন।’

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট শহরে পীরের বাজারস্থ নিজ বাসা মানবতার সামনে ব্যারিস্টার সুমন গণমাধ্যমকর্মীদের কাছে এমনটা বলেন।

তিনি বিষয়টি নিয়ে নির্বাচনী কর্তৃপক্ষের কাছে অভিযোগ করবেন কি না জানতে চাইলে  বলেন, প্রতিমন্ত্রী মাহবুব আলীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করব না। তবে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে প্রতিমন্ত্রীকে বিষয়টি নিয়ে ভাবতে আহ্বান জানাচ্ছি।

এসময় গণমাধ্যমকর্মীদের হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী ব্যারিস্টার সুমন বলেন, তফশিল ঘোষণার পর যে বিষয়টা আমার একটা বিষয় চোখে লাগে। নির্বাচনের তফশিল ঘোষণার পর তো সবাই প্রার্থী। এখানে কিন্তু কেউ মন্ত্রী, এমপি অথবা প্রার্থী এই তিনভাগে বিভক্ত হয় না। আমি যাচ্ছি সাধারণ মানুষ নিয়ে আর উনি যাচ্ছেন পুলিশ সঙ্গে নিয়ে। এটা আমার কাছে একটা বাধা মনে হচ্ছে।
 
‘আমি মনে করি নির্বাচন আনন্দময় ও অংশগ্রহণমূলক হওয়ার জন্য, যদি উনিও চান, তাহলে এটা সমানে সমানে হওয়া উচিত। লেভেল প্লেয়িং ফিল্ড হওয়া উচিত। আমাদের একটা মূল উদ্দেশ্য হচ্ছে শান্তি বজায় রাখা।’

এসময় মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের প্রসঙ্গে ব্যারিস্টার সুমন বলেন, যেহেতু আমরা সবাই নির্বাচনমূখী। আমি নির্বাচন নিয়েই থাকতে চাই। তবে আপনাদের কথা দিচ্ছি, নির্বাচনের পর উনার (আব্দুস সোবহান গোলাপ) প্যান্ডোরার যে বক্স, তা ওপেন করব।  

আমার বার্তা/জেএইচ