জয়পুরহাট জেনারেল হাসপাতালে আগুন
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ১০:০৮ | অনলাইন সংস্করণ
অনলাইন ডেস্ক:

জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৯ মার্চ) দিবাগত রাত সোয় ১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় নারী ওয়ার্ডের পাশে তত্ত্বাবধায়কের কক্ষে এ আগুনের সুত্রপাত ঘটে।
আগুনে কক্ষের সব আসবাবপত্র ও প্রয়োজনীয় অনেক কাগজপত্র পুড়ে যায়। এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
জয়পুরহাট ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক শরিফুল ইসলাম জানান, হাসপাতালে থাকা রোগীর স্বজনরা তত্ত্বাবধায়কের কক্ষে ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্কে চিৎকার শুরু করেন তারা। এরপর ওই ভবনে থাকা অন্যান্য রোগী, তাদের স্বজন, চিকিৎসক, নার্স ও কর্মচারীরা আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। দ্রুত ঘটনাস্থলে আসার কারণে আগুন অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়তে পারেনি।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল ও পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম।
আমার বার্তা/জেএইচ