চট্টগ্রামে ছয়টি কিশোর গ্যাংয়ের ৩৩ সদস্য আটক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ১২:২২ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ৩৩ জনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার রাতে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার এ তথ্য জানান।

নুরুল আবসার বলেন, চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়টি কিশোর গ্যাংয়ের প্রধানসহ ৩৩ জনকে আটক করা হয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, আটক ব্যক্তিরা আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও ছিনতাইয়ে জড়িত ছিল বলে তথ্য পেয়েছে র‍্যাব।

চট্টগ্রাম নগরে এখন সক্রিয় রয়েছে অন্তত ২০০ কিশোর গ্যাং। একেকটি দলে রয়েছে ৫ থেকে ১৫ জন সদস্য। নগরজুড়ে এদের সদস্যসংখ্যা অন্তত ১ হাজার ৪০০। নগর পুলিশের ১৬টি থানা থেকে এ তথ্য পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, নগরজুড়ে কিশোর গ্যাংকে পৃষ্ঠপোষকতা বা প্রশ্রয় দিচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৫ জন ওয়ার্ড কাউন্সিলরসহ ৬৪ ‘বড় ভাই’। নগরের গুরুত্বপূর্ণ ৪৫টি এলাকা নিয়ন্ত্রণ করেন তাঁরা।


আমার বার্তা/জেএইচ