উপজেলা পরিষদ নির্বাচন: গজারিয়া ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ১৮:০৬ | অনলাইন সংস্করণ

  গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায়  ৬ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের  উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ৫ জন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী  ৪ জন ও মহিলা সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৪ জন সহ ১৩ প্রার্থীর মনোনয়ন পত্র জমা দেওয়া হয়েছে।

ভোটারদের উৎসবমুখর উপস্থিতিতে মনোনয়নপত্র জমার শেষ দিন সোমবার (১৫ এপ্রিল) বিকেল চারটার মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী মনসুর আহমেদ জিন্নাহর  মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।

সোমবার বিকাল ৩  ঘটিকার সময় উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে  উপজেলাধীন ৮ ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের শতশত হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতির মধ্য দিয়ে মনসুর আহমেদ জিন্নাহর নির্বাচনী মনোনয়নপত্র জমা দেয়ার প্রক্রিয়া শেষ হয়।

প্রার্থী মনসুর আহমেদ খান জিন্নাহ গণমাধ্যম কর্মীদের জানান নদীবেষ্টিত গজারিয়া উপজেলা বালুখেকো ও ভূমিদস্যু মুক্ত করাই হবে প্রথম চ্যালেঞ্জ। গজারিয়াবাসীর ভোট প্রদান ও সমর্থনে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে গজারিয়া উপজেলায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা ও প্রকাশে করতে নিরপেক্ষ ভূমিকা থাকবে জনগণের সেবক হিসাবে।

তিনি আরও হাজার হাজার কর্মীর উপস্থিতি প্রমাণ করে মানুষের আস্থা ও জনপ্রিয়তা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিসার মো. লিটন মিয়া জানান উপজেলা পরিষদ নির্বাচন ষষ্ঠ ধাপের প্রথম পর্যায়ে গজারিয়া উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৪ জন ,এবং পুরুষ ভাইস চেয়ারম্যান ৪ সহ মোট ১৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা  করবে।

 

আমার বার্তা/মুকবুল হোসেন/এমই