হাঁস মার্কার প্রার্থী মুক্তাকে চায় কুলিয়ারচরের সর্বস্তরের জনগণ
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ২২:২২ | অনলাইন সংস্করণ
অনলাইন ডেস্ক:

আগামী ৫ জুন বুধবার কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচন। যদিও উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি আবুল হোসেন লিটন বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচত হওয়ার এ উপজেলায় নির্বাচনি উত্তাপ অনেকটা কম। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেই নির্বাচন অনুষ্টিত হবে। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হবে নূরে আলম (চশমা) ও আনিসুর রহমান ধনুর (চাপকল) এর মধ্য।অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। তাঁরা হলেন,সাইদা খানম মুক্তা,লিপি আক্তার ও রহিমা আক্তার।
কুলিয়ারচর উপজেলায় এবারের নির্বাচনে হাঁস প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সফল, সৎ ও শিক্ষানুরাগী সাইদা খানম মুক্তা,এম এ,এলএলবি । বিগত সময়ে সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন তিনি। মুক্তা বাংলাদেশ যুব মহিলা লীগ, কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ সম্পাদক। এছাড়াও তিনি একজন সফল লেখিকা। তাঁর লিখা গল্প ও কবিতার প্রায় ৩৫টি বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।
সবকিছু মিলিয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাচনে এখন জমজমাট অবস্হা বিরাজ করছে।প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীদের জমজমাট প্রচারণা চলছে।প্রার্থীরা নিজ উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে ভোটারদের সাথে যোগাযোগ করছেন।বিভিন্ন স্থানে সভা, সমাবেশ, উঠান বৈঠক করে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন।পোস্টার, ব্যানার-ফেসটুনে ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন এলাকা। ভোটারদেরর সাথে কথা বলে জানা যায়, প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইলেও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকেই তাদের আস্হা বেশি। কারণ গত কয়েক বছর ধরেই হাঁস প্রতীকের প্রার্থী সাইদা খানম মুক্তা মানুষের সেবা করে আসছেন। তাই হাঁস প্রতীকেই তাদের আস্থা ও বিশ্বাস।