গোপালগঞ্জে ঘুমন্ত মা-শিশুর গায়ে পেট্রোল ঢেলে আগুন
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ১০:২৮ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের মুকসুদপুরে ঘুমিয়ে থাকা স্ত্রী ও সন্তানকে পেট্রোলের আগুন দিয়ে দগ্ধ করার অভিযোগ পাওয়া গেছে মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে। দগ্ধরা হলেন, হেলেনা বেগম(৩৫),ও তার ছেলে অন্তর (১৩)।
জানা গেছে, হেলেনা বেগম গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ডুমুরিয়া গ্রামের চুন্নু সেখের মেয়ে।
বুধবার (৫ জুন) রাতের দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ হেলেনার ভাই ইমরানের অভিযোগ, স্বামী ওসমান মাদকাসক্ত হওয়ায় হেলেনা বাবার বাড়ি মুকসুদপুরের ডুমুরিয়া গ্রামে চলে যান। মঙ্গলবার(৪ জুন) রাতে ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন হেলেনা। রাত ১টার দিকে হেলেনার স্বামী প্রথমে জানালা দিয়ে তাদের ওপর পেট্রোল ছুড়ে মারেন। এরপর আগুন দিয়ে পালিয়ে যান। এ সময় তাদের চিৎকারে সবাই এগিয়ে যান। পরে তাদের দ্রুত উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢামেক বার্ণে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দগ্ধ অবস্থায় হেলেনা ও তার ছেলে অন্তরকে ঢামেক বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে হেলেনার মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন জায়গা দগ্ধ হয়েছে। আর তার ছেলের হাত-পাসহ শরীরে বিভিন্ন জায়গা দগ্ধ হয়েছে।ঢামেক বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে বলে জানান তিনি।
আমার বার্তা/জেএইচ