শিবচরে ভটভটি নসিমন কেরে নিল শিশুর প্রাণ

প্রকাশ : ১২ জুন ২০২৪, ১২:১৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুরের শিবচরে ভটভটি নসিমন গাড়ির ধাক্কায় সুরভী নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে।

জানা যায়, শিশু সুরভী মাদারীপুরের শিবচর থানার ৮ নং চর গ্রামের শুক্কুর আলম ফরাদির মেয়ে।

বুধবার (১২জুন) সকাল আটটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বেলা সোয়া এগারোটার দিকে মৃত ঘোষণা করেন।

শিশুর মা তানিয়া বেগম জানান, আমার ১২ বছরের একটি ছেলে রয়েছে। দীর্ঘ ১২ বছর পর আল্লাহ আমাকে একটি কন্যা সন্তান দিয়েছিল। শিশুর  বাবা টাইলস মিস্ত্রি। আমার দুই বছরের কন্যা শিশুর নাম সুরভী।সারাক্ষণ টুকটুক করে আমার সারা বাড়ি  ঘুরে বেড়াত সুরভী। আজ সকালে বাড়ির পাশেই রাস্তায় হঠাৎ করে দৌড় দিয়েছিল সে। এ সময় দ্রুতগতির ইটবাহি একটি ভটভটি নসিমন গাড়ি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় আমার শিশু। পরে দ্রুততাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার মেয়ে আর বেঁচে নেই। "ভাই আমার চোখের সামনে এই ঘটনাটি ঘটে গেল", আমি সুরভীকে এক মিনিটের জন্য চোখের আড়ালে রাখি না। হঠাৎ ও কেন যে দৌড় দিল আমি কিছুই বুঝে উঠতে পারলাম না, ভাই আমি কোন দেরি না করে সাথে সাথে ঢাকা মেডিকেলে তাড়াতাড়ি নিয়ে আসি, এখন ডাক্তার এটা কি কয়, আমার সুরভী নাকি বেঁচে "। ভাই ডাক্তার সাহেবরে একটু বলেন না, আমার সুরভীরা ঠিক করে দিতে, এই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি"।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে শিশু সুরভীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

আমার বার্তা/জেএইচ