শিবগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ১৪:৩৩ | অনলাইন সংস্করণ
অনলাইন ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ফানু (৪৫) ও আব্দুর রাজ্জাক খুদু (৪৬) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ আগস্ট) সকালে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ফানু শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে এবং খুদু একই এলাকার হেরাস আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সিমেন্ট বোঝাই একটি ট্রাক শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর বাজারের একটি দোকানে কিছু সিমেন্ট নামানোর পর, আরেক দোকানে যাচ্ছিল। এ সময় সোনাপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের ওপরে থাকা ওই দুই শ্রমিকের মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
আমার বার্তা/জেএইচ