ফেনীতে বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ সহায়তায় কোস্ট গার্ড
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ১৬:৫৮ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

টানা ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নামা ঢলের পানিতে বাংলাদেশের বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এতে নতুন করে আরও কিছু এলাকা প্লাবিত হয়েছে।
হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে দেশের ১০ জেলায়। পানিবন্দি ও ক্ষতির মুখে পড়েছে ৩৬ লাখের মতো মানুষ। সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। ফেনী পৌর শহরও গতকাল পানিতে তলিয়ে গেছে।
এ অবস্থায় ফেনী জেলার বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, “ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। ফেনীর বন্যাকবলিত মানুষকে উদ্ধার ও সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি খাদ্য ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছে কোস্ট গার্ড।”
তিনি আরও বলেন, “পানিবন্দীদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিচ্ছে কোস্ট গার্ডের ডুবুরিদল।”
আমার বার্তা/জেএইচ