মেহেরপুরে ২ কোটি টাকার স্বর্ণসহ আটক ২

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

স্বর্ণের বারসহ দুজনকে আটক : ছবি সংগৃহীত

ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৫টি দ্বিখণ্ডিত স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে এ অভিযান চালানো হয়। আটক দুজন চোরাকারবারি বলে জানিয়েছে বিজিবি।

আটককৃতরা হচ্ছেন, ঢাকা ধামরাই উপজেলার চৌহাট চকপাড়ার মৃত লাল মিয়ার ছেলে মোঃ আলাল হোসেন (৪৮) ও টাংগাইল মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামের মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ রাজিব হোসেন (২৯)। তাদেরকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এবং উদ্ধার করা মালামাল কাস্টমসে জমা দেয়া হয়েছে।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী জেআর পরিবহনে স্বর্ণ পাচার করা হচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে তার দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল আমঝুপি মেইন রোডে অবস্থান নেয়। এসময় জেআর পরিবহন (যার নং-১৪-৬৭৯১) বাসে তল্লাশি চালান। তল্লাশি চালিয়ে আলাল হোসেন ও রাজিব হোসেনের কাছে স্বর্ণের বার পাওয়া গেলে তাদেরকে আটক করা হয়। এসময় জব্দ করা হয় নগদ ৫ হাজার ৮০৪ টাকা টাকা এবং ২টি স্মার্ট মোবাইলফোন।

বিজিবি জনিয়েছে, স্বর্ণের বার ও জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মুল্য দুই কোটি ৬০ লাখ ২৫ হাজার ৮০৪ টাকা।


আমার বার্তা/এমই