দালালদের দৌরাত্ম কমাতে বুড়িমারী স্থলবন্দরে উদ্যোগ
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ১৯:৫৩ | অনলাইন সংস্করণ
পাটগ্রাম(লালমনিরহাট) প্রতিনিধি :

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে পাথর ব্যবসায়ীদের ভোগান্তি ও দালালদের সিন্ডিকেট দমনে বুড়িমারী স্থলবন্দর কর্ত্পক্ষ ও আমদানি -রপ্তানিকারক এসোসিয়েশন উদ্যোগে দালালদের দৌরাত্ম কমাতে গত বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সিদ্ধান্ত গৃহীত ও শনিবার (১৬ নভেম্বর) কার্যকরী পদক্ষেপ গ্রহন করেছে স্থলবন্দর কর্তৃপক্ষ।
বাংলাদেশের ২য় বৃহত্তম বুড়িমারী স্থলবন্দর আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রক স্হলবন্দর ঘিরে গড়ে উঠেছে শক্তিশালী দালালচক্র। দালাল সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে বিভিন্ন আমদানিকারক, রপ্তানিকারক ও সরবরাহকারীরা।
পাথর ব্যবসায়ীদের অভিযোগ - দীর্ঘদিন ধরে একটি মহল পানামার ভিতরে পাথর কেনাবেচায় মুল ব্যবসায়ীদের ক্ষতি করে আসছে। তারা পাথর ব্যবসায়ীদের নির্ধারিত মুল্যে কেনাবেচা ছাড়াও ব্যবসায়ী ও পাথর আমদানিকারকের সাথে চুক্তিতে নির্ধারিত টন প্রতি লাভে পাথর ক্রয় - বিক্রয়ের করে আসছে। ফলে ব্যবসায়ী ও আমদানিকারকরা দালালদের হাতে জিম্মি হয়ে আছে।
নাম প্রকাশ না করা শর্তে পাথর ব্যবসায়ীদের এক প্রতিনিধি(দালাল) বলেন,আমরা বিভিন্ন ব্যবসায়ীদের প্রতিনিধি হিসেবে কাজ করি। এতে সমস্যার কিছুই দেখি না। এখন মুল ব্যবসায়ীদের যেহেতু অভিযোগ এখন তাদেরই কষ্ট হবে মালকেনা-বেচায় সাইড পর্যন্ত নিতে। এখন যেহেতু আমাদের বন্দরের ভিতরে মাল কেনা -বেচায় অনুমতি নাই আমরা আসবো না।
এ বিষয়ে আমদানিকারক ও রপ্তানিকারক এসোসিয়েশন এর সভাপতি - আবু রাইয়ান রছি বলেন- নির্দিষ্ট কেপিআই এরিয়ার মধ্যে তাদের ট্রেড করার অনিয়ম এবং পাথর ব্যবসায়ীদের নানা অভিযোগের কারণে আমরা বন্দর কর্তৃপক্ষের সহায়তায় পাথর কেনাবেচা অনিয়ম বন্ধের চেষ্টা করি।
বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ মেহেদী হাসান বলেন- বিভিন্ন ব্যবসায়ীদের প্রতিনিধি হিসেবে পানামার রাবার গাছের নিচে একটা জটলা ছিল। এ জটলায় ব্যবসায়ীদের কথা বিবেচনা করে আমদানি- রপ্তানিকারক এসোসিয়েশন, সি এন্ড এফ এসোসিয়েশন ও বন্দরের সহায়তায় দালাল ( বিভিন্ন ব্যবসায়ীদের প্রতিনিধি) দৌরাত্ম কমিয়ে ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনা হয়।