হযরত নেজামত আলি শাহ রহমাতুল্লাহ আলাইহির ওরস শরীফ পালিত
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৫২ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার:

সম্প্রতি ফেনী জেলার পরশুরাম উপজেলার দুর্গাপুরে অবস্থিত পীর হযরত নেজামত আলী রহমাতুল্লাহ আলাই এর ৮১ তম দুই দিনব্যাপী ওরস শরীফ উদযাপন অনুষ্ঠিত হয়।
মহান মুর্শিদ আলহাজ্ব হাফেজ মাজহারুল হোসেন মজুমদার ওরফে পীর পাগলা দরবেশ রহমাতুল্লাহ আলাইহি এর পীর ও মুর্শিদ তিনি ।
উক্ত ওরস শরীফে বরেণ্য উলামায়ে কেরাম শরীয়ত, তরিক্,মারফত ও হাকিকতের উপর আলোচনায় আল্লাহর ওলীদের শান দ্বীনের খেদমতে আউলিয়া কেরামগণের অবদানের বিষয়ে আলোচনা করেন।
উলামায়ে কেরামগণ উপমহাদেশে দ্বীন ইসলামের প্রচার ও প্রসারে তাদের ত্যাগের ইতিহাস তুলে ধরে বলেন আউলিয়া কেরামদের দেখানো পথেই আমাদের শান্তি নিহিত।
মাজার শরীফের প্রধান খাদেম শাহ সুফি আহমদ হোসেন মজুমদার দুর্গাপুর মাজার শরীফ সহ-সভাপতি বাংলাদেশ সুফি মজলিস এবং প্রাক্তন জেনারেল সেক্রেটারি বিশ্ব মুসলিম শান্তি পরিষদ, দুই দিনব্যাপী উক্ত ওরস শরীফে পবিত্র কোরআন খানি জিকির আসগার হামদ নাতে রাসুল দরুদ শরীফ মিলাদ কিয়ামের মাধ্যমে অতিবাহিত হয়।
মোনাজাতে পীর ও মুর্শিদ কামিল শাহ সুফি লাতু মজুমদার বিশ্ব মুসলিম উম্মাহর বিরুদ্ধে চক্রান্ত থেকে মুক্তি এবং আমাদের দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি ও ওরস শরীফে আগত ভক্ত মুরিদান আশিকান সকল মমিন মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মোনাজাত শেষে মুর্শিদের তত্ত্বাবধানে ওরস শরীফে উপস্থিত মেহমানগণের মাঝে তবারক বিতরণ করেন।
আমার বার্তা/এমই