কমলনগর ক্রিকেট লিগ (কে সি এল) এর উদ্বোধন
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ২০:৫২ | অনলাইন সংস্করণ
কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিনিধি :

লক্ষ্মীপুরের কমলনগর ক্রিকেট লীগ (কেসিএল)’র উদ্বোধন করা হয়েছে। শতমুখ ফাউন্ডেশনের আয়োজনে শনিবার বেলা ১২টার দিকে হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমি মাঠে এ খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস।
হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমির প্রধান শিক্ষক মো সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আবুল খায়ের, সেক্রেটারী মোহাম্মদ আকরাম হোসেন,হাজিরহাট উপকূল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন তালুকদার, ইসলামি ব্যাংকের এভিপি ও লাকসাম শাখার ম্যানেজার মো. সানা উল্যাহ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক রাজিব দেবনাথ ও এ্যাড. এমরান হোসেন নিখিল প্রমুখ।
এ খেলায় ৩২ দল অংশ নেয়। উদ্বোধন ম্যাচে উপজেলা একাদশ ও পাটারিরহাট স্টারক্লাব মাঠে রয়েছে। ৫০ জন প্রবাসী এ টুর্নামেন্টে অর্থায়ন করেছেন। অনলাইন মাধ্যমসহ হাজার হাজার দর্শক এ খেলা উপভোগ করেছেন।