অবৈধ মালামালসহ বুড়িমারীতে ভারতীয় ট্রাক চালক আটক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৫:১৪ | অনলাইন সংস্করণ
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে অবৈধ মালামালসহ ১ ভারতীয় ট্রাক চালকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ ই ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার সময় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করার সময় বিজিবি চেকপোস্ট এ বুড়িমারী বিওপির টহল কমান্ডার সুবেদার আবুল কাশেম এর নেতৃত্বে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪২/১ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িমারী আইসিপিতে অভিযান চালিয়ে গাড়ীর কেবিনেট এ থাকা মদ ০১ বোতল, স্ক্রীন শাহীন ক্রীম- ৩৯০ পিচ, শীসা তেল ১৬ পিচ, পোকো মোবাইল ০১ টি, ভারতীয় সীম ০১ টি, ভারতীয় মুদ্রা ১১৯০
রুপি,সৌদি মুদ্রা ০৫ রিয়াল জব্দ করা হয়।
আটক ভারতীয় ট্রাকচালক ফিরোজ রহমান (৩৫) কুচবিহার জেলার চ্যাংড়াবান্ধা থানার ১৫৪ নগর চ্যাংড়াবান্ধা গ্রামের মৃত ইয়াকুব রহমানের ছেলে।
আমদানিকারক ও রপ্তানিকারক এসোসিয়েশন এর সভাপতি - আবু রাইয়ান রছি বলেন- দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র ইন্ডিয়ান ট্রাক ড্রাইভারের যোগসাজশে কেবিনেট এ করে ভারতীয় অবৈধ মালামাল বহন করে আসছে। গতকাল রাতে বিজিবি অভিযান চালিয়ে অবৈধ মালামালসহ এক ট্রাক চালককে আটকে আমরা বিজিবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং ব্যবসায়ীক স্বার্থে এ ধরনের তৎপরতা বন্ধ বন্ধ করতে হবে এবং যারা এ কাজের সাথে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।
পাটগ্রাম থানার (ওসি) আশরাফুজ্জামান সরকার সুমন জানান, বিজিবি শনিবার রাতে জব্দকৃত মাদকদ্রব্য ও ভারতীয় ট্রাক চালককে সোপর্দ করেছেন।