ঈশ্বরদীতে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৩ | অনলাইন সংস্করণ
ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধিঃ

পাবনার ঈশ্বরদীতে এক বিএনপি নেতার উপর অতর্কিত হামলার চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাকশীর রূপপুর বিবিসি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।হামলায় আহত আরিফুল ইসলাম আরিফ (৩৫) পাকশী ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং পাকশীর নতুন রূপপুরে বিএনপি নেতা আশরাফ আলীর ছেলে। হামলার পর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিএনপি নেতা আরিফ জানান, মোটরসাইকেল নিয়ে আসার পথে রূপপুর বিবিসি বাজার এলাকায় তার গতিরোধ করে দৃর্বৃত্তরা। পরে তাকে বেধড়ক মারধর করা হয়। তবে কে বা কারা তার ওপর হামলা চালিয়েছে তা নিশ্চিত নয়। এ বিষয়ে থানায় অভিযোগ করবেন তিনি।
রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কুমার জানান, হামলার খবর পেয়েছি। খোঁজ নিয়ে জেনেছি তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তবে এ বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।