অপারেশন ডেভিল হান্টে বাউফলে ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার ৫

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৮ | অনলাইন সংস্করণ

  বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে যৌথবাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সকলেই যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বিভিন্ন পদে রয়েছেন।

গত ৯ ফেব্রুয়ারি রোববার  রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তাররা হলেন উপজেলার সূর্যমণি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম (৩৫), কালিশুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বজলু শিকদার (৫০), নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কালিশুরী ইউনিয়নের সাবেক সভাপতি সোহাগ মৃধা (৩০), পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রিয়াজ হাওলাদার (৩৮) এবং নাজিরপুর ইউনিয়নের নিজ তাতেরকাঠী গ্রামের মোতালেব মৃধার ছেলে আওয়ামী লীগ কর্মী ছালাম মৃধা (৫২)।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।  সোমবার আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ওসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।