গোপালগঞ্জে নারী উদ্যোক্তা বিকাশে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৩ | অনলাইন সংস্করণ

  গোপালগঞ্জ প্রতিনিধি:

‍“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে গোপালগঞ্জে নারী উদ্যোক্তা বিকাশে উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে টুঙ্গিপাড়া শেখ মোশাররফ হোসেন খান সাহেব স্কুল এন্ড কলেজে দিনব্যাপী এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় কর্মশালায় উপজেলার ৩ শতাধিক নারী উদ্যোক্তার অংশগ্রহনে এবং ৮০ জন উদ্যোক্তার উৎপাদিত পণ্যের প্রদর্শন করা হয়।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির বক্তব্য রাখেন।


আমার বার্তা/মিজানুর রহমান মানিক/এমই