লালপুরে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫১ | অনলাইন সংস্করণ

  আলী আহসান মুজাহিদ (মাল্টিমিডিয়া প্রতিনিধি) লালপুর :

ছবি : সংগৃহীত

নাটোরের লালপুরের দুয়ারিয়া ইউনিয়নে ইউনিয়ন জমায়াতে ইসলামীর উদ্যোগে সাধারণ জনগণের মাঝে দাওয়াতি লিফলেট বিতরণ করা হয়েছে ২৫ শে ফেব্রুয়ারি  মঙ্গলবার ইউনিয়নের বিভিন্ন বাজারে এই কর্মসূচি বাস্তবায়ন হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জনাব আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ সদস্য লালপুর উপজেলা জামায়াত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আশরাফুল ইসলাম মান্না আমির দুয়ারিয়া ইউনিয়ন জামায়াত, মাওলানা শাহ আলম সেক্রেটারি দুয়ারিয়া ইউনিয়ন জমায়াত।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা সত্য ও ন্যায়ইনসাফের পথে দাওয়াতের পাশাপাশি, দেশের প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে জনগণের মাঝে কাজ করে চলছি।