রূপগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় দ্বিতীয় দিনে গ্রেফতার ৫
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ১৭:৩১ | অনলাইন সংস্করণ
নিজস্ব সংবাদদাতা :

পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিএনজি চালিত অটোরিকশার চালক দ্বিতীয় দিনে ৫ জনকে গ্রেপ্তার করেছেন রূপগঞ্জ থানা পুলিশ।
উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড আবেদন করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃতরা হলো সিএনজি চালক শহিদুল্লা, সবুজ, বিপুল,তুহিন ও জুয়েল।
ওসি লিয়াকত আলী জানান, বুধবার কুড়িল বিশ্বরোড এলাকায় চলাচলরত সিএনজি চালিত অটোরিকশার চালকদের কাছ থেকে বিআরটিসি বাসের ঠিকাদারের নিয়োজিত রাকিব ও জিহাদের নেতৃত্বে মাসিক ৩ থেকে ৪ হাজার টাকা মাসোহারা দাবি করা হয়। টাকা না দেওয়ায় বেশ কয়েকজন সিএনজি চালিত অটোরিকশা চালকদের মারধরসহ কয়েকটি সিএনজি ভাঙচুর করা হয়। এর প্রতিবাদে সিএনজি চালকেরা ৩০০ ফিট সড়কের কাঞ্চন সেতুর পশ্চিমপাড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বিআরটিসির বাস চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে পূর্বাচল চায়না ক্যাম্প থেকে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিক্ষুব্ধ অটোরিকশা চালকেরা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু ছাইম ও কনস্টেবল বাচ্চু মিয়াকে মারধর করেন।
ওসি লিয়াকত আলী আরো জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানার এসআই ফরহাদ হোসেন বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ শুক্রবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শহিদুল্লা, সবুজ, বিপুল,তুহিন ও জুয়েলে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড আবেদন করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।