ঈদের ছুটিতে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ২০:৩৩ | অনলাইন সংস্করণ

  পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি :

ছবি : প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতরে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম সাপ্তাহিক ছুটিসহ টানা আটদিন বন্ধ থাকবে। 

বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীদের আলোচনা সাপেক্ষে আটদিন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি ফারুক হোসেন বলেন, গত ১৯ মার্চ বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সব সদস্যের মতামতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত উভয় দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠন গুলোর মধ্যে স্হলবন্দরের আমদানি রপ্তানি বন্ধের চিঠি বিনিময় করা হয়েছে। সে হিসেবে সাপ্তাহিক ছুটিসহ আটদিন বন্ধ থাকবে। তবে ৬ এপ্রিল থেকে যথারীতি বুড়িমারী স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে। 

বুড়িমারী স্থলবন্দর আমদানি রপ্তানিকারক এসোসিয়েশন সভাপতি আবু রাইয়ান রছি বলেন, উভয় দেশের ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্থলবন্দর আটদিন বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

অপরদিকে বুড়িমারী স্থলবন্দরের আমদানি রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্ট ধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। তবে সরকারি ছুটি ছাড়া বন্দর ও কাস্টমসের অভ্যন্তরীণ কার্যক্রম চলবে বলে নিশ্চিত করেছেন বন্দর কর্তৃপক্ষ। 

বুড়িমারী ইমিগ্রেশন অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও উভয় দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। 

বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার রাহাত হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় দেশের আলোচনার প্রেক্ষিতে ঈদুল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ৫ দিন বন্ধ থাকবে তবে কাস্টমস সরকারি ছুটি ছাড়া  অভ্যন্তরীণ কার্যক্রম চলবে বলে জানান।