পলাশে নিউজ করায় সাংবাদিক কে জবাই করে হত্যার হুমকি ,থানায় অভিযোগ

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ২০:০৩ | অনলাইন সংস্করণ

  পলাশ প্রতিনিধি :

ছবি : প্রতিনিধি

নরসিংদী জেলার রায়পুরা তে  গত ২১ মার্চ ( শুক্রবার ) ভোরে রায়পুরা উপজেলার আধিপত্যকে বিস্তার করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত হয় দুইজন। 

রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ২ এই শিরোনাম  বিভিন্ন দৈনিক পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার নিউজ প্রকাশিত হয় ।

এই ঘটনার পর ২২ মার্চ ভোরে পলাশ উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও জাতীয় দৈনিক আমার বার্তা পলাশ উপজেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি পারভেজ আহমেদ কে ফোন দিয়ে জবাই করে হত্যা করা হুমকি দেয় এবং নরসিংদী ও রায়পুরা উপজেলার সাংবাদিক পেলেই হত্যার হুমকি দেয় ।

পরবর্তীতে ২৩ মার্চ সন্ধ্যায় পলাশ থানা অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন বরাবর অভিযোগ পত্র দাখিল করেন ভুক্তভোগী ঐ সাংবাদিক।

পলাশ অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন উক্ত বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, রায়পুরা নিউজ কথা উল্লেখ করে পলাশ উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক পারভেজ আহমেদ কে জবাই করে হত্যা হুমকি দিয়েছে এমন বিষয়ে দুইটি ফোন নাম্বার সম্মিলিত একটা অভিযোগ পত্র প্রদান করেন ,আমি অতিদ্রুত তদন্ত জন্য দায়িত্ব দিয়েছি ।