চাঁদপুরে ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরির কারখানায় জরিমানা
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১৫:৩৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

চাঁদপুর শহরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অন্যের মোড়ক ব্যবহার, ক্ষতিকর রং মিশিয়ে ও মেয়াদবিহীন আইসক্রিম তৈরি করায় এক কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে শহরের বিপনীবাগ মমিনপাড়া এলাকায় বাজার তদারকি অভিযানে ফ্রেশকো আইসক্রিম নামে ওই কারখানার মালিককে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ অভিযান চালান।
তিনি বলেন, নিয়মিত অভিযানের হিসেবে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অন্যের মোড়ক ব্যবহার, ক্ষতিকর রং মিশিয়ে ও মেয়াদবিহীন আইসক্রিম তৈরি করায় ফ্রেশকো আইসক্রিম মালিককে ২০ টাকা জরিমানা আরোপ করে ও আদায় করা হয়েছে।
অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করেন। এ সময় ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমার বার্তা অনলাইন