চাকরিপ্রার্থীদের টার্গেট করে প্রতারণা, চক্রের ২ সদস্য গ্রেপ্তার

প্রকাশ : ০৪ মে ২০২৫, ১১:৩২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভনে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসা একটি চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় প্রতারণার বিভিন্ন আলামত জব্দ করা হয়।

শনিবার (৩ মে) দিবাগত রাতে বগুড়া শহরের টিনপট্টি ও শাকপালা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক ওই চক্রের সদস্যদের গ্রেপ্তার করে সেনাবাহিনী।

গ্রেপ্তাররা হলেন- তাহের আলী রঞ্জু (৪০) ও বায়েজিদ মিয়া (৩৮)। তারা বগুড়া শহরের শাকপালা এলাকার বাসিন্দা। এছাড়াও অভিযানে সেনাবাহিনীতে চাকরি প্রত্যাশী শিবগঞ্জ উপজেলা মোকামতলার বাসিন্দা সাকিব মিয়া (১৮) উদ্ধার করা হয়।

জানা যায়, গোয়েন্দা সংস্থার বরাতে এমনই এক প্রতারক চক্রের সন্ধান পেয়ে বগুড়া শহরের টিনপট্টি এলাকার একটি বহুতল ভবনের একটি ফ্লাটে অভিযান চালায় সেনাবাহিনী। সেখানে সেনাবাহিনীতে চাকরি প্রত্যাশী সাকিব মিয়াকে উদ্ধারের পাশাপাশি হাতেনাতে গ্রেপ্তার করা হয় প্রতারক চক্রের অন্যতম সদস্য বায়েজিদ মিয়াকে।

সেখান থেকে উদ্ধার করা হয় সাত চাকরি প্রত্যাশীর উচ্চ মাধ্যমিকের আসল প্রশংসাপত্র, চারটি ব্যাংক চেক, ১০০ টাকা মূল্যের বিভিন্ন ব্যক্তির স্বাক্ষর করা ১৪ টি ফাঁকা স্ট্যাম্প। পরে আটক বায়েজিদের দেয়া তথ্যর ভিত্তিতে চক্রের মূলহোতা তাহের আলী রঞ্জুকে শহরের শাকপালা এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন জানে আলম সাদিফ গণমাধ্যমকে জানান, প্রতারক চক্রটি মূলত চাকরি প্রত্যাশীদের টার্গেট করে কার্যক্রম পরিচালনা করত। তাদের মধ্যে থেকে কেউ নিজ যোগ্যতায় চাকরি পেলে চুক্তি অনুযায়ী প্রতারণার মাধ্যমে তাদের থেকে টাকা হাতিয়ে নিতো। আইনি প্রক্রিয়ার জন্য আটকদের বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আমার বার্তা/জেএইচ