জিআই পণ্যের স্বীকৃতি পেল হাজরাপুরী লিচু
প্রকাশ : ১০ মে ২০২৫, ১৩:১৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

টসটসে রসে ভরপুর মাগুরার হাজরাপুরের লিচু পেয়েছে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি। গত ৩০ এপ্রিল পাওয়া এই স্বীকৃতি প্রাপ্তির বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।
২০২৩ সালের ২৩ আগস্ট মাগুরা জেলা প্রশাসনের আবেদনের প্রেক্ষিতে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কসের (ডিপিডিটি) জার্নালে মাগুরার হাজরাপুরী লিচু অন্তর্ভুক্ত হয়। মাগুরার স্থানীয় জাত হাজরাপুরী লিচুর ডকুমেন্টেশন তৈরি ও আবেদনসহ সব প্রক্রিয়া সম্পন্নে সহযোগিতা করে ঢাকার ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি)।
এ ব্যাপারে ইডিসির সদস্য ও আলিয়া’স কালেকশনের স্বত্বাধিকারী জেনিস তানিয়া বলেন, হাজরাপুরের লিচুর স্বাদ দেশের যে কোনো লিচুর চেয়ে স্বতন্ত্র। আগাম পেকে যাওয়ায় এটির বিপণন থেকে লিচু চাষি এবং ব্যবসায়ীরা অধিক সুবিধা পেয়ে থাকেন। জিআই স্বীকৃতির কারণে মাগুরার হাজরাপুরী লিচুর ব্র্যান্ডিং ও চাহিদা সারা দেশে বাড়বে।
এ ছাড়া খুব সহজে সারা দেশে ডেলিভারি করতে পারবে ই-কমার্স উদ্যোক্তারা।
সমাজসেবক শাহ নেওয়াজ বলেন, হাজরাপুরী লিচু জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় আমরা মাগুরাবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটি মাগুরা জেলার জন্য একটি বিশেষ পরিচিতি এনে দেবে।
লিচু চাষি শরিফুল ইসলাম বলেন, এ এলাকার সবারই লিচু গাছ রয়েছে। আমরা দীর্ঘদিন ধরেই লিচু চাষ করে আসছি। তবে আমাদের স্বীকৃতি ছিল না। এখন স্বীকৃতি পেয়েছি, এটা আমাদের জন্য এক বিশাল আনন্দের খবর। আগামী দিনে মাগুরার উন্নতমানের লিচু বিদেশে গেলে দেশের জন্য সুনাম বয়ে আনবে এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, এ পর্যন্ত বাংলাদেশে ৫৫টি পণ্য জিআই স্বীকৃতি পেয়েছে, এবার একসঙ্গে নতুন ২৪টি পণ্য যুক্ত করা হয়েছে যার মধ্যে রয়েছে মাগুরার হাজরাপুরী লিচু। তাই উচ্ছ্বসিত এ জেলার মানুষ। তবে স্বীকৃতির মধ্যেই সীমাবদ্ধ না থেকে লিচু বিদেশে রপ্তানির উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন চাষিরা।
আমার বার্তা/এল/এমই