মনপুরায় ঝুঁকিপূর্ণ গাছের সাঁকো দিয়ে চলাচল হাজার মানুষের একমাত্র ভরসা
প্রকাশ : ১৩ মে ২০২৫, ২২:১৯ | অনলাইন সংস্করণ
আব্দুর রহমান সোয়েব (মাল্টিমিডিয়াপ্রতিনিধি ) ভোলা:

ভোলা জেলার মনপুরা উপজেলার ৫ নং কলাতলী ইউনিয়নের কবির বাজার সংলগ্ন এলাকায় প্রায় ১৫০ পরিবারের যাতায়াতের একমাত্র পথ হলো একটি গাছের তৈরি সাঁকো। গাছ এবং বাঁশের খুটি দিয়ে তৈরি এই অস্থায়ী সাঁকো দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন চলাচল করছে স্থানীয় মানুষজন।
এলাকা দিয়ে প্রবাহিত একটি খালের উপর দীর্ঘ এই সাঁকোটি স্থাপন করা হয় কয়েক বছর আগে। সেই থেকেই এটি স্থানীয়দের একমাত্র চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। স্কুলপড়ুয়া শিশু,কিশোরী, বৃদ্ধ, রোগী—সবাইকে প্রতিদিনই এই সাঁকো পার হতে হয়। কিন্তু সাঁকোর কাঠগুলো এখন বেশিরভাগই পুরনো, নড়বড়ে এবং ঝুকিপূর্ণ,অনেক জায়গায় ভেঙে গেছে।
একজন স্থানীয় বাসিন্দা জানান, “আমাদের ছোট ছোট বাচ্চারা এই সাঁকো দিয়ে স্কুলে যায়। বৃষ্টির দিনে খুব পিচ্ছিল হয়, তখন পড়ে যাওয়ার ভয় থাকে। অনেকেই পড়েও গেছে, আহত হয়েছে। কিন্তু কোনোদিন কোনো চেয়ারম্যান বা মেম্বার এসে দেখেননি।”
বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে পড়ে। খালে পানি বেড়ে গেলে সাঁকো প্রায় অদৃশ্য হয়ে যায়। স্রোত বেড়ে গেলে তখন সাঁকো পার হওয়া মানেই মৃত্যুকে ডেকে আনা। স্থানীয়দের দাবি, এ নিয়ে বহুবার অভিযোগ করেও মেলেনি কোনো স্থায়ী সমাধান।
স্থানীয় এক শিক্ষার্থী বলেন, “আমরা চাই এখানে একটি পাকা সেতু হোক। এলাকার শত শত মানুষের জীবন ঝুঁকিমুক্ত হোক। যাতে আমরা নিরপাদ চলাচল করতে পারি, এটাই আমাদের দাবি।”
তবে এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। অবিলম্বে এই ঝুঁকিপূর্ণ সাঁকোর স্থানে একটি নিরাপদ ও টেকসই সেতু নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।