মৌলভীবাজার সীমান্তে ১২১ জনকে পুশ ইন করেছে বিএসএফ
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১৬:৫৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ আরও ১২১ জনক আটক করেছে বিজিবি।
রোববার (২৫ মে) ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ঠেলে পাঠিয়েছে। আটককৃতরা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে।
এ নিয়ে বড়লেখা সীমান্তের বিভিন্ন রুট দিয়ে ভারত থেকে অনুপ্রবেশকালে মোট ২৪০ জনকে আটক করলো বিজিবি।
বিজিবি সূত্র জানায়, রোববার (২৫ মে) ভোরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১২১ জনক আটক করে বিজিবি। এর মধ্যে বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন লাতু বিওপি ক্যাম্পের সদস্যরা ৭৯ জনকে এবং পাল্লাথল বিওপি ক্যাম্পের সদস্যরা ৪২ জনকে আটক করে। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে সকালে বিজিবি তাদের বড়লেখা থানায় হস্তান্তর করেছে। এছাড়াও সিলেটের বিয়ানীবাজার সীমান্তের নয়াগ্রাম বিওপি ক্যাম্পে আরও ৩২ জনকে আটক করেছে বিজিবি।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান ১২১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে রোববার দুপুরে জানান, আটককৃতদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।
আমার বার্তা/এমই