সিলেট-সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৬৮ জনকে পুশইন করেছে বিএসএফ

প্রকাশ : ২৮ মে ২০২৫, ১৫:১৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে নারীও শিশুসহ আরও ৬৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ।

বুধবার (২৮ মে) ভোর রাতে সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর এবং সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত এলাকা দিয়ে তাদেরকে পুশইন করা হয়।

পুশইনকৃতদের মধ্যে ১৮ জন পুরুষ, ২২ জন নারী ও ২৮ জন শিশু রয়েছে। তাদের বাড়ি কুড়িগ্রাম, যশোর ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। তাদের সবাইকে আটক করেছে বিজিবির টহল দল।

বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, ৪৮ বিজিবির অধীনস্ত তিনটি সীমান্ত দিয়ে কয়েকটি গ্রুপে বুধবার রাত আনুমানিক সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে ৬৮ জনকে পুশইন করেছে বিএসএফ।

এরমধ্যে সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ঝিংগাবাড়ি হতে পুশইন করা ছয় পরিবারের ২০ জন সদস্যকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে ছয় জন পুরুষ, সাত জন নারী ও সাত জন শিশু। আটক সকলের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

অন্যদিকে বিজিবির অপর একটি টহল দল সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপির অন্তর্গত জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল সংলগ্ন এলাকা থেকে ৩২ জনকে আটক করেছে। আটকরা পাঁচটি পরিবারের সদস্য। তাদের মধ্যে সাত জন পুরুষ, ১০ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। আটকৃতদের মধ্যে কুড়িগ্রামের ১৯ জন, যশোরের নয় জন ও বাগেরহাটের চার জন।

এছাড়াও সুনামগঞ্জ জেলার নোয়াকোট বিওপির অন্তর্গত ছনবাড়ি নামক স্থান আরও পাঁচটি পরিবারের ১৬ জনকে আটক করেছে বিজিবি। তাদেরকেও বিএসএফ পুশইন করেছে। আটকদের মধ্যে পাঁচ জন পুরুষ, পাঁচ জন নারী ও ছয় জন শিশু রয়েছে। তাদের সকলের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

বিজবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক আরো জানান, আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আমার বার্তা/এল/এমই