কিশোরগঞ্জে মাদ্রাসায় যাওয়ার পথে নৌকাডুবিতে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১৪:৪০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদ্রাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুই শিশু। মঙ্গলবার (১ জুলাই) সকালে ময়মনসিংহ জেলার পাগলা থানার দত্তের বাজার এলাকার ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

মৃত শাপলা আক্তার (১৪) পাকুন্দিয়া উপজেলার চর আলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে। সে এলাকার একটি মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।

নিখোঁজরা হলো: উপজেলার চরআলগী এলাকার হাবিব মিয়ার ছেলে আবির (৭) এবং মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)। তারা বিরুই নদীর পাড় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ৯ শিক্ষার্থী পাকুন্দিয়া উপজেলার চরআলগী থেকে একটি ছোট নৌকায় ব্রহ্মপুত্র নদ পার হয়ে মাদ্রাসায় যাচ্ছিল। দত্তের বাজারসংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ করে নৌকাটি ডুবে যায়। এ সময় ৬ জন সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হয়। খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। এরই মধ্যে শাপলা আক্তার নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান চলছে।


আমার বার্তা/এল/এমই